শোকার্ত জননী মারীয়া

শোকার্ত জননী মারীয়া

পবিত্র ক্রুশের বিজয়োৎসবের পরে শোকার্ত জননী মারীয়ার স্মরণ দিবস বা মারিয়ার সপ্ত শোক পর্ব আমরা মন্ডলীতে পালন করে থাকি। আসুন আজকে আরেকবার দেখে নিই মারিয়ার এই সপ্ত শোকগুলি কি... কিভাবে তিনি তার ধৈর্য, নম্রতা, বিশ্বস্ততা, শুচিতা এবং উদারতার মধ্যে দিয়ে আমাদের আধ্যাত্মিক জননী হয়ে উঠেছেন! আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি আমরা কি মা মারিয়া জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের ক্রোধ, হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে একে অন্যের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে পারি!!

Add new comment

3 + 0 =