Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
মহৎ জীবন
আজ সারা বিশ্বের ক্যাথলিক মন্ডলী নিখিল সাধুসাধ্বীর পর্ব দিবস উদযাপন করছে। সেই সমস্ত সাধুসাধ্বী যারা পবিত্রতার সাথে এবং পুন্যতার সাথে ঈশ্বরের আহবানকে গ্রহণ করেছেন এবং নিজেদের জীবন উৎসর্গ করেছেন খ্রীষ্টমন্ডলীর জন্য।
আমরা ছোটবেলা থেকেই এ সমস্ত সাধুসাধ্বীদের জীবনী শুনে আসছি এবং তাদের নামে নামাঙ্কিত হয়েছি ঠিকই কিন্তু তাদের আদর্শকে কতটা বাস্তবায়িত করতে সমর্থন হয়েছি সেই বিষয়ে চিন্তা করার সময় এসেছে। এটি একটি বিশেষ অনুগ্রহ ও আশীর্বাদ হলেও এই আশীর্বাদ এবং অনুগ্রহ আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কার্যকরী করে তুলতে পারি আমাদের চিন্তা, ভাবনা, মনন এবং কাজের মধ্য দিয়ে। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলছেন এই অনুগ্রহ ঈশ্বর আমাদের প্রত্যেককে দান করেছেন শুধু তা অনুধাবন করতে হবে আমাদের। আসুন আজকের এই বিশেষ দিনে আমরা অতি মানবীয় কিছু হবার চেষ্টা না করলেও অন্তত এই সমস্ত সাধুসাধ্বীদের আদর্শকে আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি।
Add new comment