কলকাতার সাধ্বী মাদার টেরিজার মহাপ্রয়াণ দিবস

আজ কলকাতার সাধ্বী মাদার টেরিজার মহাপ্রয়াণ দিবস। ১৯৯৭ খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ ৫ই সেপ্টেম্বর তিনি ইহলোক প্রস্থান করে পরম পিতার ডাকে সাড়া দিয়ে স্বর্গ সভায় আসন গ্রহণ করেন।

 রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতাদের কাছে আজকে  আশীর্বাদের দিন,কারণ ফাদার সৌমিত্র মাখালে সহযোগিতায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পূণ্যভূমি, মাদার টেরিজার সেই পবিত্র সমাধি স্থানে।

  সাধ্বী মাদার টেরিজার আত্মত্যাগ, নিঃস্বার্থ মনোভাব ও জীবন যাপন, সেবার আদর্শ ও  ও পরোপকারে অতি মহামানবী হয়ে ওঠার কথা ফাদার সৌমিত্র মাখালের মুখ থেকে আমরা তাঁরই সমাধি স্থানে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারব। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি এবং ধন্যবাদ জানাই সমস্ত মিশনারিজ অফ চারিটি সিস্টারদের কে যারা আমাদেরকে আজকে এই প্রতিবেদন এখানে দাঁড়িয়ে তৈরি করার অনুমতি দিয়েছেন।

 ফাদার সৌমিত্র মাখালের পরিচালনায় এবং  টেরেসা রোজারিওর সহযোগিতায় এই প্রতিবেদন অবশ্যই করে আমাদের মনে সাড়া জাগাবে।

#RVApastoralcare 

#RadioVeritasAsia 

#BRBC

#Banideepti 

#DailyGospel

#SoumitraMakhal

#Teresarzario

 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।

 

https://bengali.rvasia.org/

 

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন ।

 

Facebook: http://facebook.com/veritasbangla

YouTube: http://youtube.com/veritasbangla

Twitter: https://twitter.com/banglaveritas

Instagram: http://instagram.com/veritasbangl

 

Add new comment

3 + 1 =