Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ইতালির সিয়েনার সাধ্বী ক্যাথারিনা-মহৎ জীবন অনুষ্ঠান
Wednesday, April 19, 2023
সাধ্বী ক্যাথারিনা ২৫ মার্চ ১৩৪৭ খ্রীস্টাব্দে, ইতালির সিয়েনা নগরে জন্মগ্রহন করেন। ক্যাথেরিনার জীবন পূর্ণভাবে বুঝতে হলে আমাদের অবশ্যই তার সম্পর্কে জানতে হবে।
তার জীবনী পড়লে আমরা জানতে পারি যে, ছোটবেলা থেকেই ক্যাথরিনা ছিলেন তীক্ষ্ণ বুদ্বিমতি নারী , দৃঢ়চেতা , সংকল্পে অটল এবং ঈশ্বরের জন্য প্রবল আবেগপূর্ণ ভালোবাসায় ভরপুর। ক্যাথেরিনার জীবনের মহত্ব হলো তাঁর গভীর নম্রতা । তার জীবনটা ছিল খুবই সাধারণ।
মানবজাতির প্রতি যীশূর ভালবাসা তাঁর মনকে অনেক আকর্ষণ ও উদ্বেলিত করতো। তিনি ঈশ্বরকে যেমন বিশ্বাস করতেন তেমনি অভাবী প্রতিবেশীদের প্রতি সমবেদনা প্রকাশ করতেন। ক্যাথিরিনার বাল্যকাল থেকেই তাঁর ধর্মনিষ্ঠতা ও পবিত্রতার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়েছিলো।
Add new comment