Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
অনুপ্রেরণার গল্প
অনুপ্রেরণার গল্প
সাধু জন মেরি ভিয়ান্নি
৪ঠা আগস্ট, সমগ্ৰ খ্রীষ্টমন্ডলী পুরোহিতদের পৃষ্ঠপোষক সাধু জন মেরি ভিয়ান্নির পর্ব উদযাপন করে থাকে।
জন ভিয়ান্নি, 'হোলি কিউরে ডি আরস' নামেও পরিচিত। তিনি ৮ই মে ১৭৮৬ সালে, ফ্রান্সের লিওনের কাছে দারডিলিতে একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৮১৫ খ্রীষ্টব্দে যাজক পদে অভিষিক্ত হন। এরপর তাঁকে ১৮১৮ সালে আর্সের একটি প্রত্যন্ত এলাকায়, ফরাসি সম্প্রদায়ের পালক পুরোহিত পদে নিযুক্ত করা হয়।
সেখানে যাওয়ার পর, তিনি তাঁর ধর্মপল্লীবাসীদের জন্য প্রার্থনা এবং কাজের মধ্য দিয়ে নিজেকে উৎসর্গ করে দেন। যদিও তিনি নিজেকে একজন পুরোহিত রূপে তাঁর মিশনের অযোগ্য বলে মনে করতেন, তবে তিনি যখন মানুষের সেবা করতেন সেই সময় তিনি নিজেকে ঈশ্বরের ভালবাসায় সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিতেন।
ভিয়ান্নি ধীরে ধীরে তাঁর প্রার্থনা এবং খুব সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে সকলকে আকৃষ্ট করতে লাগলো এবং খ্রীষ্ট মন্ডলীর প্রতিও তাদের বিশ্বাস সুদৃঢ় করে তুলতে লাগলো। ঈশ্বরের করুণা এবং ভালবাসার উপর তাঁর এতটাই অগাধ বিশ্বাস ছিল যে, তাঁর কথা শুনে মুগ্ধ ও প্রশান্তি লাভ ক'রে ঘোর অধার্মিক মানুষও তাঁর কাছে দীক্ষা গ্ৰহন করতে লাগলেন। জনসাধারণের মধ্যে তিনি খ্রীষ্টমন্ডলীর প্রতি বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করেছিলেন। সেই সাথে আশেপাশের দুঃস্থ, অসহায় মানুষদের জন্য তিনি একটি অনাথ আশ্রম "লা প্রভিডেন্স" তৈরি ক'রে সেখানে, সেই সমস্ত দরিদ্র অসহায় মানুষদের নিজের হাতে সেবা দিতে লাগলেন।
খ্রীষ্টের প্রতি তাঁর অগাধ বিশ্বাসের সাবলীল স্বীকারোক্তি সকলকে আকৃষ্ট করতে লাগলো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বাসীরা ছুটে আসতে লাগল। দিনের বেশিরভাগ সময় তাঁর ধ্যান, প্রার্থনা এবং মানুষদের উপদেশ দিয়ে কাটত।
তবে, জীবনের নানা পরীক্ষায় জর্জরিত হয়ে এবং শয়তান দ্বারা অবরুদ্ধ হলেও, সাধু জন ভিয়ান্নি তাঁর বিশ্বাসে প্রতিমুহূর্তে অটল ছিলেন এবং ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে জীবনযাপন করতেন। ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ ভিয়ান্নি, দিনের বেশিরভাগটা সময় প্রার্থনায় অতিবাহিত করতেন, অল্প খাবার খেতেন। অবিরাম নম্রতা, ভদ্রতা, ধৈর্য এবং প্রফুল্লতার সাথে বিশ্রাম ছাড়াই কাজ করে চলতেন।
অক্লান্ত পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি নিয়োজিত এই প্রাণ ৪ঠা আগস্ট, ১৮৫৯ সালে ঈশ্বরের পায়ে চিরনিদ্রায় শায়িত হন। তাঁর শেষকৃত্যে প্রায় ১০০০ জনের বেশি লোক উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন তৎকালীন বিশপগণ এবং ডায়োসিসের পুরোহিতগণ, যারা ইতিমধ্যেই তাঁর জীবনকে পবিত্র পৌরহিত জীবনের একটি আদর্শ বলে মনে করতেন।
১৯২৫ সালে পোপ পিয়াস XI পবিত্র কিউর অফ আর্সকে সকল পুরোহিতদের পৃষ্ঠপোষক রূপে স্বীকৃতি দান করেন। তাঁর সম্মানার্থে প্রতি বছর প্রায় ৪৫০,০০০ তীর্থযাত্রী আরসে আসেন।
২০০৯ সালে, পোপ বেনেডিক্ট XVI, সাধু জন ভিয়ান্নির মৃত্যুর ১৫০ তম বার্ষিকীকে স্মরণ করে রাখার জন্য, এই দিনটিকে সকল পুরোহিতদের উদ্দেশ্যে নিবেদন করার কথা ঘোষণা করেন।
#সাধু জন মেরি ভিয়ান্নি#St.JohnMaryVianney
Add new comment