Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
যুব তরঙ্গ
যুব তরঙ্গ
গত ১৪ই মার্চ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার বেশি। ২৩ টি জেলাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি।
তবে এই পরীক্ষা চলাকালীন মানতে হবে বেশ কয়েকটি নিয়ম
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর।
পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে শৌচালয়ে যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। খোলা হয়েছে হেল্পলাইন। সেন্ট্রাল হেল্প ডেস্কের নম্বর 03323370792। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 03323374984, 85, 86, 87। পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগ করা যাবে [email protected] ই-মেল আইডিতে।
পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রেল সূত্রে খবর, পরীক্ষার দিনগুলিতে হাওড়া এবং শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাড়তি কয়েকটি স্টেশনে থামবে। পাশাপাশি, চালানো হবে বেশ কিছু স্পেশাল বাস।
নিরাপত্তার কথা মাথায় রেখে যেসব স্কুলে সিসিটিভি আছে, সেগুলো ব্যবহার করা হবে। মোবাইল ফোন নিয়ে পরীক্ষার্থী ধরা পড়লে পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরএফডি বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরের ব্যবহার এই প্রথম। পুরো সেন্টারে যদি একটিও মোবাইল ফোন থাকে তাহলেও এই আরএফডি যন্ত্র জানান দেবে কোথায় আছে মোবাইল বা বৈদ্যুতিন কোনও যন্ত্র। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে মোবাইল সম্পূর্ণ রূপে রোখা যায় , তার জন্যই এই ব্যবস্থা। পরীক্ষার্থীদের পাশাপাশি ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ছাড়া আর কোনও শিক্ষাকর্মীও ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। অর্থাৎ এবার ভুল করেও যদি কারও সঙ্গে মোবাইল ফোন থেকে যায়, পোহাতে হতে পারে বড় ঝামেলা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকল শিক্ষার্থীদের জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা। যার মধ্যে দিয়ে তারা বৃহত্তর পৃথিবীর কাছে নিজেদেরকে প্রমাণ করার আরেকটি সুযোগ পায়। তাই, রেডিও ভারিতাস এশিয়ার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও।
ছবি সংগৃহীত
#RVApastoralcare #RadioVeritasAsia #BRBC #Banideepti #teresarozario #যুব তরঙ্গ #Jubo Torongo #Higher Secondary Examination নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/ এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । Facebook: http://facebook.com/veritasbangla YouTube: / veritasbangla Twitter: https://twitter.com/banglaveritas Instagram: http://instagram.com/veritasbangla
Add new comment