বিশ্ব মা দিবসের অনুষ্ঠান

সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু “ বিশ্ব মা” দিবস উপলক্ষে পৃথিবীর সকল মায়ের প্রতি আনÍরিক ভালবাসা ও সশ্রদ্ধ প্রনাম জানিয়ে, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাছি।

মা শব্দটি আবেগ এবং ভালবাসায় পূর্ণ। আমাদের হৃদ স্পন্দনের আরেক নাম মা। পৃথিবীর প্রথম আলো দেখা যার চোখে তিনি হলেন মা। যার অবদানে নতুন করে পথচলা ,তিনি হলেন মা।মায়ের মমতা অপরিসীম । সব সর্ম্পকের মাঝে কিছু না কিছু কমতি আছে কিন্তু মায়ের ভালোবাসায় সবর্দা ৯ মাস ১০ দিন বেশি থাকে ।  মা দিবস  হল মাতৃত্বকে সম্মান জানানোর একটি বিশেষ দিন।

চলুন দেখে আসি আজকের অনুষ্ঠান। 

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla

Add new comment

1 + 0 =