বিশ্ব নারী দিবস

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে অবস্থিত 'রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি' l চিত্রবাণীর অধ্যক্ষ, ফাদার পি. জে. জোসেফ এর, এক প্রশ্নের জবাব দিতে প্রসঙ্গক্রমে 'বিশ্ব নারী দিবস' উপলক্ষ্যে 'রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি'র অধ্যক্ষ, স্বামী জয়ানন্দ মহারাজ সকলকে বার্তা দিলেন :- আসুন সেই বিশেষ বার্তাটি আমরা এখন শুনে নেই l - অনুষ্ঠানটি সংযোজনে অতনু দাস l আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি Like, Comment ও Share করবেন আপনার Wall এ l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

 

Add new comment

7 + 12 =