ইলিশ মাছের পাতুরি

ইলিশ মাছের পাতুরি বানানো খুবই সহজ। ইলিশ মাছ দিয়ে নানা পদ আমরা বানিয়ে থাকি বাড়িতে যেমন - সরষে ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ । এই রেসিপি গুলো খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই সুস্বাদু এই ইলিশ মাছের পাতুরি। এটা পরিবেশন করতে হয় গরম ভাতের সাথে। তা হলে আর দেরি কেন তাড়াতাড়ি চলুন দেখে আসি কি করে এই রেসিপি তৈরি করতে হয়। আশা করি ভালো লাগবে এই রেসিপিটি বাড়ীতে তৈরি করতে চেষ্টা করবেন । সবার সাথে শেয়ার করুন এই ভিডিও টি যদি ভালো লেগে থাকে।

Add new comment

1 + 0 =