৭ম দিন : পুণ্য শনিবার

যীশুর মৃতদেহ কবরে শায়িত, যেখানে রোমান সৈন্যরা শনিবার তথা সাব্বাথ বার সমস্ত দিন পাহারা দিচ্ছিলেন। সাব্বাথ অর্থাৎ বিশ্রামবার যখন শেষ হল তখন সন্ধ্যা টায় যীশুর মৃতদেহ আনুষ্ঠানিক  ভাবে সৎকার বা কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিল নীকডিমাস যিনি প্রচুর আতর সুগন্ধি দ্রব্য নিয়ে এসেছিলেন। 

 

"নীকডিমাস, যিনি রাতের  অন্ধকারে যীশুর কাছে এসেছিলেন, তিনি যীশুর দেহ সংরক্ষণের জন্য আনুমানিক এক মণ গন্ধ রস ও অগরুর তৈরী এক প্রলেপ নিয়ে সেখানে এসেছিলেন। এছাড়াও ইহুদিদের সৎকার প্রথা অনুযায়ী একটা লম্বা রেশমী কাপড়ে সুগন্ধি দ্রব্য মানিয়ে তা যীশুর দেহে জড়ালেন।" (জন ১৯:৩৯-৪০)

 

নীকডিমাসের মত অ্যারিম্যাথিয়ার যোসেফ, যিনি যীশুর  শিষ্য ছিলেন, কিন্তু ইহুদিদের ভয়ে তা গোপন রাখতেন। তিনি সাহস করে পিলাতের কাছে গিয়ে যীশুর দেহ ক্রুশ থেকে নামিয়ে নেওয়ার অনুমতি চাইলেন। 

 

যীশুর মৃত্যু এই দুজন শিষ্যকে ভীষণ ভাবেই আহত ও প্রভাবিত  করেছিল। সামাজিক মর্যাদা বা সম্মান হানিকে তুচ্ছ করে তারা সাহসের সাথে যীশুর মৃতদেহ যথাযোগ্য মর্যাদার সমাধি দেওয়ার ব্যবস্থা করেছিল কারণ তারা বুঝেছিল যীশুই তাদের বহু প্রতিক্ষিত মুক্তিদাতা। যীশু যেখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তার কাছেই ছিল একটি উদ্যান। একটি নতুন সমাধি সেখানে ছিল যা এর আগে ব্যবহার হয় নি। যীশুকে সেখানেই সমাধি দেওয়া হল।

 

যদিও নিষ্পাপ যীশুর নম্বর দেহ কবরে শায়িত থাকল, কিন্তু তিনি আমাদের পাপ থেকে পরিত্রানের জন্য নিজের প্রাণ উৎসর্গ করলেন।

 

আমাদের জানা দরকার, পূর্বপুরুষ দের কাছ থেকে আমরা যে নশ্বর জীবন লাভ করেছি তা রক্ষা করতে মুক্তিপণ হিসাবে ঈশ্বর নিজেকে উৎসর্গ করেছেন। মুক্তিপণ হিসাবে কোন সোনা - রূপ দান করেন নি, দান করেছেন আপন পুত্র ঈশ্বরের মেষশাবক, নিষ্পাপ যীশুখ্রিষ্টের মূল্যবান শেষ রক্তবিন্দু। অনুবাদ – চন্দনা রোজারিও।

#rvapastoralcare #RVA_BengaliService #BRBC #News #ChandonaRozario #holyweek

Add new comment

6 + 3 =