১৫ই আগষ্ট, ধন্যা কুমারী মারীয়ার স্বর্গোন্নয়ন ও ভারতবর্ষের স্বাধীনতা দিবস

১৫ই আগষ্ট, ধন্যা কুমারী মারীয়ার স্বর্গোন্নয়ন ও ভারতবর্ষের স্বাধীনতা দিবস

জনগণ ঐক্য বিধায়ক হে ভারতভাগ্যবিধাতা, আমরা আজ ভারতবর্ষের বিভিন্ন ধর্ম-জাতি-ভাষার মানুষের সঙ্গে একপ্রাণ হয়ে আমাদের এই ভারতে নিত্য রাখো তোমার শুভ আশীর্বাদ, তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা। অনির্বাণ ধর্ম-আলো সবার ঊর্ধ্বে জ্বালো, সকলকে তার প্রাপ্য মানব-অধিকার দিতে পারি, সকলের মধ্যে শান্তি ও মৈত্রীর বন্ধন সুদৃঢ় ক'রে তুলতে পারি। সর্বমানবের মঙ্গলাকাংক্ষী আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে, তোমার সঙ্গে, জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর-রূপে তিনি যুগে বিরাজমান । আমাদের দেশবাসী সকলকে সেই শক্তি দাও, আমরা সবাই মিলে যেন নিষ্পেষিত অবহেলিত মানুষকে রক্ষা করতে পারি, হে ভারতভাগ্যবিধাতা, তোমার মঙ্গল-বিধানে, যে-দিন ধন্যা কুমারী মারীয়া স্বর্গ-মহিমায় উন্নীত হয়েছিলেন, সেই পুণ্য তিথিতেই জন্ম নিয়েছে আমাদের স্বাধীন ভারতবর্ষ। হে ভারতের কর্ণধার, তুমি সমস্ত অমঙ্গলের হাত থেকে আমাদের রক্ষা কর; আমাদের দেশকে পার ক'রে নিয়ে যাও অসত্য থেকে সত্যে, তমসা থেকে জ্যোতিতে, মৃত্যু থেকে অমৃতে। তোমার পুত্র, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে, তোমার সঙ্গে, জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর-রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন গীতিকার ও সুরকার ও শিল্পী:দিলীপ মজুমদার ফাতিমা চার্চ নিবেদিত "মাতৃ বন্দনা " অ্যালবাম থেকে । ভিডিওটি ধারণ করা হয়েছে -ভারতের, গোয়ায় অবস্থিত সি ক্যাথিড্রাল থেকে। সমগ্র অনুষ্ঠানটি ধারণ, পরিবেশনা, সম্পাদনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর নিত্য বর্ষিত হোক। #RVApastoralcare #RadioVeritasAsia #BRBC #Banideepti #Goa #Se Cathedral #teresarozario

Add new comment

5 + 11 =