Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
যীশুর পবিত্র হৃদয়ের পর্ব দিবসে বিশেষ প্রার্থনা
যীশুর পবিত্র হৃদয়ের পর্ব দিবসে বিশেষ প্রার্থনা
একটি পবিত্র হৃদয় হল ক্রুশে বিদ্ধ করা একটি হৃদয় যা আমাদের জন্য ভালোবাসায় পরিপূর্ণ। যেখান থেকে প্রতি মুহূর্তে রক্ত ও জল ক্ষরিত হয়ে চলেছে যার ফলে আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে সক্ষম হই।
জেরুজালেম ধ্বংসের পর লোকেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। ভাববাদী এজাকেল লোকেদের কাছে এই ধ্বংসকে এমন এক ঝড়ের সাথে তুলনা করেছিলেন যা ফলে একটা মেষপালকে দিকভ্রষ্ট করে দেয়। তবে প্রকৃত মেষপালক সেই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা মেষগুলিকে খুঁজে বের করেন এবং তাদের সেই বিপদ থেকে উদ্ধার করেন। আহতদের ক্ষত সারিয়ে তোলেন, অসুস্থদের নিরাময় করেন এবং শক্তিশালী মেষ গুলিদের আরো বেশি করে যত্ন নেন। অনুরূপভাবে আমরা বলতে পারি যে, পিতা ঈশ্বর ঠিক একইভাবে তার বিক্ষিপ্ত, অবহেলিত, ক্ষতিগ্রস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের দুই হাত দিয়ে নিজের বুকের গভীরে টেনে নেন।
নবী ইজেকিয়েলের মাধ্যমে, ঈশ্বর ঘোষণা করেন যে, তিনি তার মনোনীত জাতিকে একজন বিশুদ্ধ এবং বিশ্বস্ত মেষপালক হিসাবে পালন করবেন। যেহেতু ইস্রায়েলের দুষ্ট ক্ষমতাবান ব্যক্তিরা নিজেদের স্বার্থ রক্ষায় সাধারণ মানুষদের জীবন দুর্বিষহ করে তুলেছিল, যার ফলে তারা দিকভ্রষ্ট হয়ে পড়ে। তাই, আজ আমরা যীশুর পবিত্র হৃদয়ের পর্ব উদযাপনের মধ্যে দিয়ে পিতা ঈশ্বরের সেই অসীম ভালোবাসাকে আরো নিবিড় ভাবে উদযাপন করে থাকি। প্রভু যীশুর হৃদয় এমন একটি হৃদয় যা মানবতাকে ভালোবাসে।
প্রিয় যীশু মহিমাময় ঈশ্বরের প্রেমময় ও করুণাময় হৃদয়ের মাঝে বিরাজমান। আজকের উৎসবে, আমরা বলতে পারি যে, মানুষ নিজে সবথেকে সেরা বা সবথেকে খারাপ ব্যক্তির হৃদয়ে স্থান করে নিলেও, যীশুর পবিত্র হৃদয়ে আমাদের পাপের ফলে সৃষ্ট প্রত্যেকটি ক্ষত আমাদের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ দিয়ে থাকে। আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ইতিহাস এই হৃদয় থেকে পুনরুজ্জীবিত এবং পুনর্নবীকরণ করা হয়। যার ফলে আমরা চিন্তা করতে পারি এবং যারা আমাদের জীবন থেকে হারিয়ে গেছেন তাদেরকে পুনরায় খুঁজে পাওয়ার আনন্দকে উপলব্ধি করতে পারি।
হারিয়ে যাওয়া কোন ব্যক্তিকে যখন আমি আবার যীশুর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠতে দেখি তখনই কি আমি অন্যদের এবং নিজেকে অভিনন্দন জানাই বা ধন্যবাদ জানাই? প্রভু যে মহান ভালবাসা এবং করুণা তুমি আমাকে দেখিয়েছ তা, আমি কীভাবে অন্যদের দেখাতে পারি?
আসুন আজ যীশুর পবিত্র হৃদয়ের ভালোবাসায় আমরা প্রত্যেকে পরিপূর্ণ হয়ে উঠি।
রেডিও ভেরিতাস এশিয়া থেকে সংকলিত
#যীশুর পবিত্র হৃদয় পর্ব দিবস
Add new comment