পোপ ফ্রান্সিসের বাণী

পোপ ফ্রান্সিসের বাণী

পোপ ফ্রান্সিস বলেন যে, পবিত্র আত্মা হলো আদি এবং তিনিই অনন্ত। বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায়, বিভ্রান্তি থেকে সম্প্রীতির দিকে তিনিই আমাদের এগিয়ে নিয়ে যান। শাস্ত্রবাক্য অনুসারে  পঞ্চাশত্তমীর সময় সকলেই আত্মায় পরিপূর্ণ ছিলেন এবং সেখান থেকেই আমাদের খ্রিস্ট মন্ডলী শুরু হয়েছিল। একটি সুনির্দিষ্ট এবং বিশদ পরিকল্পনা থেকে নয়, বরং ঈশ্বরের প্রেমের ভাগ করা অভিজ্ঞতা থেকে তার সৃষ্ট হয়েছিল। পবিত্র আত্মা ছাড়া মন্ডলী নিষ্প্রাণ, বিশ্বাস নিছক মতবাদ, নৈতিকতা নিছক কর্তব্য, যাজকীয় কাজ নিছক পরিশ্রম। অন্যদিকে, বিশ্বাস হল জীবন। প্রভুর ভালবাসায় আমাদের বিশ্বাস এবং আশা পুনর্জীবিত হয়। তাই, আসুন আমরা পবিত্র আত্মাকে মন্ডলীর কেন্দ্রবিন্দু করে তুলি। আমরা যদি সম্প্রীতি চাই তবে, আসুন আমরা তাকে খুঁজি। আমরা তার কাছে প্রার্থনা ক'রে আমাদের দিন শুরু করি। আসুন আমরা তার প্রতি বিনয়ী হই!

সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর নিত্য বর্ষিত হোক।

#RVApastoralcare #RadioVeritasAsia #BRBC #Banideepti #Pope Francis message #PopeFrancis #Holy Spirit#পোপ ফ্রান্সিস#পোপ ফ্রান্সিসের বাণী#পঞ্চাশপ্তমী পর্ব #পবিত্র আত্মা #Banideepti #teresarozario নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/ এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । Facebook: http://facebook.com/veritasbangla YouTube:    / veritasbangla   Twitter: https://twitter.com/banglaveritas Instagram: http://instagram.com/veritasbangla

Add new comment

12 + 2 =