পদপ্রক্ষালন

পদপ্রক্ষালন

যীশু তাঁর অন্তিম ভোজে তাঁর পুণ্যময় প্রসাদ সংস্কার প্রতিষ্ঠা করেন ও যাজক-সম্প্রদায় স্থাপন করেন। তার আগে তিনি চাকর হয়ে তাঁর শিষ্যদের পা নিজের হাতে ধুইয়ে দেন। আজকে সেই প্রথম খ্রীষ্টপ্রসাদ প্রবর্তনের কথা স্মরণ ক’রে  পুরোহিত আবার স্বয়ং যীশুর প্রতিষ্ঠামন্ত্র উচ্চারণ করেন। তার আগে তিনি প্রভুর আদর্শ অনুসরণ ক’রে বারোজনের পা ধুইয়ে দেবেন।

এই পদ-প্রক্ষালন দ্বারা আমরা যীশুর আসল শিক্ষাটি উপলব্ধি করতে পারি। “তোমরা পরস্পরকে ভালবাসবে, কথায় নয় বরং কাজে, সত্যভাবে।” আবার : “ভগবানকে ভালবাসতে গিয়ে পরের প্রতি তোমার অন্তরে যদি দয়া ও ভালবাসা না থাকে, তবে তোমার সেই ভগবৎ ভক্তি মিথ্যা, ব্যর্থ।” তাই আজ ‘পদ-প্ৰক্ষালন' দেখতে দেখতে আমরা মনে করব, খ্রীষ্টপ্রসাদ যখন গ্রহণ করি, তখন যদি কারুর উপর কখনও হিংসা করে থাকি, যদি ভাইয়ের প্রতি ভাইয়ের অনুরাগ না জাগে, তবে আমাদের এই প্রসাদ গ্রহণ ব্যর্থ।

Add new comment

3 + 0 =