Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ধর্মপ্রদেশ পর্যায়ে বিশ্ব যুব দিবস উদযাপনে ভাতিকানে নির্দেশনা দান
গত ১৮ মে ২০২১ খ্রিস্টাব্দে ভক্তজনগণ, পরিবার ও জীবন বিষয়ক ভাতিকানের দপ্তর এক সংবাদ সম্মেলনে ‘নির্দিষ্ট/স্থানীয় মণ্ডলীতে বিশ্ব যুব দিবস পালনের পালকীয় কিছু দিক নির্দেশনা’ উপস্থাপন করে।
দপ্তরের মতে, নির্দেশিকাগুলো কিছু আদর্শ অনুপ্রেরণাগুলো দান ও সম্ভাব্য ব্যবহারিক প্রয়োগগুলো উপস্থাপন করে একটি অভীষ্ট লক্ষ্যে নিতে ইচ্ছুক; যা ধর্মপ্রদেশীয় যুব দিবস পালনের জন্য একটি সুযোগ সৃষ্টি করে প্রত্যেকজন যুবকের মধ্যকার উদারতা, উত্তম মূল্যবোধ ও আদর্শের প্রতি গভীর আকাঙ্খার সক্ষমতা বের করে আনে। সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করেছিল ভাতিকানের প্রেস অফিস।
বিশ্ব যুব দিবস: প্রতি ৩ বছর অন্তর অন্তর পুণ্যপিতার উপস্থিতিতে ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যুব দিবস ।
অন্যদিকে, এই ঘটনার স্মরণে প্রতিবছরই স্থানীয় মণ্ডলীতে নিজেদের ব্যবস্থাপনায় সাধারণত উদযাপন করা হয়। এ দিবস পালনের পূর্বে প্রতিবছরই পুণ্যপিতার বিশেষ বাণী প্রকাশিত হয় ‘যুবদের সাথে যাত্রায় সর্বজনীন মÐলীর সঙ্গদান’ - উদ্দেশ্যটিকে সামনে রেখে। সাধু পোপ ২য় জন পল বিশ্ব যুব দিবস প্রবর্তন করেন।
খ্রিস্টরাজার মহাপর্বে যুব দিবস পালন: ২২ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ - খ্রিস্টরাজার পর্বদিনে পোপ ফ্রান্সিস আহ্বান রাখেন যেন খ্রিস্টরাজার পর্বদিনে যুব দিবস স্থানীয় মণ্ডলীতে পালন করা হয়। ঐতিহ্যগতভাবে, তালপত্র রবিবারে এ দিবস পালনের ধারা প্রচলিত ছিল। এখন থেকে অর্থাৎ ২০২১ খ্রিস্টাব্দ থেকে যুব দিবস উদযাপিত হবে খ্রিস্টরাজার পর্বদিবসে।
বিশ্ব যুব দিবস - বিশ্বাসের উৎসব : পালকীয় নির্দেশিকাগুলো বিশ্ব যুব দিবস উদযাপনের ৬টি মূল ভিত্তিগুলোকে বিশ্লেষণ করে। তা যুবশ্রেণীর ব্যক্তিদের জীবন্ত ও আনন্দপূর্ণভাবে বিশ্বাস ও মিলন অভিজ্ঞতা করার, এবং ঈশ্বরের মুখমণ্ডলের সৌন্দর্য উপলব্ধি করার সুযোগ দেয়। তাই বিশ্বাসীয় জীবনের কেন্দ্র হলো যিশুর সাথে সাক্ষাৎ। তাই প্রতিটি যুব দিবসেই যিশুর সাথে যুবদের সাক্ষাতের বিষয়টি ধ্বনিত হবে এবং যিশুর সাথে ব্যক্তিগত সংলাপ ঘটবে একজন যুবক।
মণ্ডলীর অভিজ্ঞতা: নির্দেশিকা তুলে ধরে, যুবশ্রেণী যেন মাণ্ডলীক মিলন উপলব্ধি করতে পারে এবং সেই মিলনে বৃদ্ধি পেতে পারে তার জন্য মÐলীর পক্ষ থেকে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
আর তা করতে হলে প্রথমে মণ্ডলীকে তাদের কথা শুনতে হবে। তাই স্থানীয় যুবদিবসে বিশপের উপস্থিতি প্রত্যাশা করা হয়।
মিশনারী অভিজ্ঞতা: আন্তর্জাতিক পর্যায়ে যুব দিবস পালন ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে মিশনারী অভিজ্ঞতার দারুণ সুযোগের কথা। তাই স্থানীয় যুব দিবস পালনেও মিশনারী অভিজ্ঞতা লাভের সুযোগ রাখার কথা বলা হয়েছে।
তথ্য : সাপ্তাহিক প্রতিবেশী
Add new comment