সঞ্চয় স্বাবলম্বন

অনুজা সাহা। ১৯৯০ সালের ১ জানুয়ারি তার জন্ম। পাবনা শহরের পৌর এলাকার গোপালপুর মহলস্নার অমূল্য কুমার সাহা ও অঞ্জনা সাহার একমাত্র কন্যাসন্তান। জন্মের ৩ বছর বয়সে নৃত্য আর সংগীত দিয়ে যাত্রা শুরু অনুজার। শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ৭৭ বছরের বৃদ্ধ শ্রদ্ধাভাজন অমূল্য কুমার সাহা আর গৃহিণী অঞ্জনা সাহার ইচ্ছা ছিল তাদের একমাত্র সন্তান অনুজা বড় হয়ে মানুষের সেবা করবে।

Add new comment

6 + 2 =