ভক্তি গীতি

ওগো বন্ধু আমার প্রিয় আমার চলার পতের সাথী হও তুমি অন্তরালে থেকে ধর দুটি হাত স্নেহের দৃষ্টি মেলে চাও ।। যে প্রেম দিয়েছ তুমি উজার করে দাও তার এক কোনা হৃদয় ভরে।। অন্তবিহীন এই পথে তুমি ধ্রুব তারা হয়ে রও ওগো বন্ধু আমার প্রিয় আমার চলার পতের সাথী হও তুমি অন্তরালে থেকে ধর দুটি হাত স্নেহের দৃষ্টি মেলে চাও । শ্রান্ত জনের তুমি চির আশ্রয় হতাশার মাঝে তুমি আনন্দময়।। যে মন্ত্র দিয়ে তুমি আমায় সাজাও মুক্তির দীপ শিখা প্রানে জ্বেলে দাও।। রম্য দেশের পথে যাত্রী আমি আলোর দিশারী তুমি হও

Add new comment

1 + 10 =