Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পবিত্র বাইবেল থেকে পাঠ
যীশু তাঁর শিষ্যদের নিয়ে যুদেয়ার গ্রামাঞ্চলে গেলেন; তিনি তাঁদের সঙ্গে সেই অঞ্চলে কিছু দিন রইলেন আর লোকদের দীক্ষাস্নাত করতে লাগলেন। এই সময়ে যোহনও লোকদের দীক্ষাস্নাত করছিলেন সালিমের কাছে আইনোন নামে এমন একটি জায়গায়, যেখানে যথেষ্ট জল পাওয়া যেত। লোকেরা তাঁর কাছে এসে দীক্ষঅস্নান গ্রহণ করত। যোহনকে কারাগারে বন্দী করা হয়নি।
একদিন শুদ্ধি ক্রিয়ার প্রসঙ্গ নিয়ে একজন ইহুদীর সঙ্গে যোহননের কয়েকজন শিষ্যের তর্ক হল। তখন যোহনের কাছে এসে তাঁরা বললেন: “গুরুদেব, জর্ড়রেন ওপারে যিনি এক সময় আপনার সঙ্গে ছিলেন—আমি যাঁর সপক্ষে তখন সাক্ষি দিয়েছিলেন—জানেন, এখন তিনি নিজেই লোকদের দীক্ষাস্নাত করছেন আর সকলেই তাঁর কাছে যাচ্ছে!” উত্তরে যোহন এই কথা বললেন : “মানুষ কোন কিছুই পেতে পারে না, যদি তাকে স্বর্গ থেকে তা দেওয়া না হয়। তোমরা নিজেরাই আমার সাক্ষী যে, আমি বলেছি: ‘আমি সেই খ্রীষ্ট নই; তবে আমাকে তাঁর অগ্রগামী ক’রেই পাঠানো হয়েছে!” যে বর, কনে তো তারই। আর বরের বন্ধু, যে পাশেই থাকে আর বরের কথা শোনে, সে তো বরের গলা শুনে গভীর আনন্দই পায়! আমি এখন সেই আনন্দ, সেই পরম আনন্দই পাচ্ছি!-- তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট, এ তো হতেই হবে!”- যোহন ৩: ২২-৩০ পদ
Add new comment