Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
খ্রীষ্ট ভক্তের সহায় মা মারিয়া পর্ব
খ্রীষ্টভক্তের সহায় মারীয়ার নিকট প্রার্থনা
হে পরম পুণ্যময়ী ও শক্তিময়ী, আমাদের সহায় মারীয়া! তোমার চরণে প্রণত হয়ে আমরা তোমার আশীর্বাদ ও ফলপ্রদ সাহায্য ভিক্ষা করি। স্মরণ কর মা, তুমি আমাদের মা, আমরা তোমারই সন্তান। অনুনয় করছি, আমাদের উপর স্নেহ-দৃষ্টিদানে তুমি আমাদের পবিত্র করে তোল। আমাদের পারিবারিক উন্নতির পথে চালিত কর। আমাদের বন্ধু-বান্ধব ও শত্রুদের প্রতিও দৃষ্টি রাখ। ব্যক্তিগত ও সামাজিক মঙ্গল- সাধনে যে খ্রীষ্টীয় প্রেম-ভাব নিতান্ত আবশ্যক, আমাদের সকলের হৃদয়ে তা সঞ্চার কর।
হে মা, আমাদের উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ কর। আমাদের পালন ও রক্ষা করে নিরাপদে রাখ। ভুল-ভ্রান্তি, অনাচার, তোমার ও ঈশ্বরের শত্রু এবং অন্যান্য সকল বিপদ হতে আমাদের রক্ষা কর, মা।
হে খ্রীষ্টভক্তের সহায় মারীয়া, তুমি আমাদের জন্য প্রার্থনা কর।
খ্রীষ্টভক্তের সহায় মারীয়ার নিকট আশীর্বাদ কামনা
পদ - ঈশ্বরের নাম আমাদের সহায় !
উঃ- তিনি স্বর্গ-মর্ত্য সৃষ্টি করেছেন.
প্রণাম মারীয়া.....
হে পুণ্যময়ী ঈশ্বর-জননী, আমরা তোমার আশ্রয়ে এসেছি, প্রয়োজনে আমাদের নিবেদন তুমি অগ্রাহ্য করো না। কিন্তু হে গৌরবময়ী ও কল্যাণময়ী কুমারী সংকট হতে আমাদের নিরন্তর রক্ষা কর।
পদ – হে খ্রীষ্টভক্তের সহায় মারীয়া,
উঃ – আমাদের জন্য প্রার্থনা কর।
পদ - প্রভু, আমার প্রার্থনা শ্রবণ কর।
উঃ আমার মিনতি গ্রহণ কর।
এস, প্রার্থনা করি
হে সর্বশক্তিমান অনাদি অনন্ত ঈশ্বর, পবিত্র আত্মার সহযোগে তুমি গৌরবময়ী কুমারী মাতা মারীয়ার শরীর ও আত্মা নিয়ে তোমার পুত্রের নিমিত্ত সুযোগ্য আবাস নির্মাণ করেছিলে। বর দাও, আমরা যাঁর স্মৃতি রক্ষায় আনন্দভোগ করছি, তাঁর স্নেহময় মধ্যস্থতায় বর্তমান অনর্থ ও চিরবিনাশ হতে যেন রক্ষা পাই, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে।
উঃ -- আমেন।।
Add new comment