অনুচিন্তন - আজকের চিন্তা

অন্যের দোষ ধরা খুবই সহজ, তাই না? এটা হতে পারে পরচর্চার মাধ্যমে এবং যারা আমরা তা করি বন্ধুদের গল্পের আসরে বা সহকর্মীদের কাজের ক্ষেত্রে। সমালোচনার একটি ভাল দিকও আছে যা অন্যের কাজের বিশ্লেষণ ক’রে তাদের বেড়ে উঠতে সহায়তা করে। এই সমালোচনা যেন একজন ব্যক্তিকে তার কাজের ভুল ও জীবন শুধরে দেওয়ার জন্য হয়। শুধু এভাবে চিন্তা করুন, যদি আমরা কোন ব্যক্তির দোষ না খুঁজি আর তাকে সে বিষয়ে না জানাই তবে সে, একই ভুল অনেক দিন করতে থাকবে।

------------------------------------------------

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla