রাঁচি ধর্মপ্রদেশের আর্চবিশপ পদে মনোনীত হলেন বিশপ ভিনসেন্ট আইন্ড

গত ১৯ই মার্চ ২০২৪, রাঁচি ধর্মপ্রদেশের জন্য একটি স্মরণীয় দিন ছিল কারণ এই দিন তারা তাদের ধর্মপ্রদেশের জন্য একজন নতুন আর্চবিশপ রূপে মহামান্য বিশপ ভিনসেন্ট আইন্ডকে পেলেন।

বৃহত্তর সংখ্যক বিশ্বস্তরা যেন এই অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আর্চবিশপ হাউস সংলগ্ন লয়োলা গ্রাউন্ডে সকাল সাড়ে দশটায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নতুন আর্চবিশপ অভিষেকের জন্য ভ্যাটিকান থেকে ভারতে পোপ ফ্রান্সিসের প্রতিনিধিত্ব করেন ভারতীয় রাষ্ট্রদূত মহামান্য লিওপোল্ডো গিরেলি।

উক্ত এই অনুষ্ঠানে ছয় জন মহাধর্মপাল, ৩০ জন বিশপ, ২৫০ জনেরও বেশি পুরোহিত এবং সিস্টারগণ ছাড়াও প্রায় ৪০০০ জন খ্রীষ্টভক্তগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতেই একটি ঐতিহ্যবাহী সাঁওতালি নৃত্যের মাধ্যমে আগত সকল অতিথিকে  স্বাগত জানানো হয়। এরপর পুণ্য পিতা  পোপ ফ্রান্সিস প্রেরিত অফিসিয়াল নিয়োগ পত্রের হিন্দি অনুবাদ পাঠ করে শোনান  ফাদার ডেভিড আনন্দ খালকো। এরপর সেই নিয়োগপত্র সকলের সামনে তুলে ধরে দেখানো হয়। 

এরপর অবসরপ্রাপ্ত আর্চবিশপ ফেলিক্স টপ্পো এস.জে. এবং কলকাতা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ থমাস ডি'সুজা নবনিযুক্ত আর্চবিশপ ভিনসেন্ট আইন্ডকে ক্রসিয়ার হস্তান্তর করেন। 

নব নিযুক্ত আর্চবিশপ মিশা চলাকালীন সময়ে তাঁর  উপদেশে বলেন “প্রভু যীশু আমাদের খুব কাছেই আছেন। শুধুমাত্র কাছেই নয়, তিনি আমাদের মধ্যে বিরাজ করেন, আমাদের জীবনের  সাথে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই, দৈনন্দিন জীবনে অন্যদের কাছে আমাদের খ্রীষ্টের অনুরূপ হয়ে ওঠাই একান্ত কাম্য।“ 

খ্রীষ্টযাগ শেষে অ্যাপোস্টোলিক নুনসিও প্রাক্তন আর্চবিশপ মহামান্য ফেলিক্স টপ্পো এস.জে. মহাশয়কে রাঁচির আর্চডায়োসিসে তাঁর সেবা দানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এরপর, গায়কদল নতুন আর্চবিশপকে তাদের গানের মধ্যে দিয়ে অভিনন্দন জানান এবং একই সাথে উপস্থিত সকল আর্চবিশপ এবং বিশপদের উপজাতীয় ঐতিহ্যবাহী শাল দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীমতি শিল্পা তিরকি (বিধায়ক, ঝাড়খণ্ড), শ্রী সুবোধ কান্ত সহায় (প্রাক্তন এমপি), শ্রীবন্ধু তিরকি (এমএলসি এবং একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী, ঝাড়খণ্ড) এবং আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ নতুন আর্চবিশপকে সংবর্ধনা জ্ঞাপন করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাঁচি জেসুইট প্রদেশের প্রাদেশিক ফাদার অজিত কুমার এস.জে. আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। - ব্রাদার স্বপনীল আন্তুনী ডমিঙ্গো