রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় শোভাযাত্রা সহযোগে তালপত্র রবিবার উদযাপন

গত ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, রাঘবপুর সেন্ট যোসেফ ক্যাথলিক গীর্জায় তালপত্র রবিবার উপলক্ষে সকাল সাড়ে ছটায় ঝাঁঝরা এলাকার সুপ্রিয়া বিল্ডার্স প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে গীর্জা প্রাঙ্গনে পৌঁছন হয়।

পবিত্র বাইবেল থেকে পাল পুরোহিত মঙ্গল সমাচার পাঠ করেন এবং খেজুর পাতায় পবিত্র জল সিঞ্চনের পর উক্ত এই শোভাযাত্রা শুরু হয়।

এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার যোসেফ টপ্প এস.জে, ফাদার সাজু জর্জ এস.জে এছাড়াও ছিলেন সিস্টার অমলা ডিএসএ, সিস্টার অর্পিতা ডিএসএ, সিস্টার বিনতা ডিএসএ, সিস্টার মালা ডিএসএ এবং অন্যান্য সিস্টারগণ এবং রাঘবপুর ধর্মপল্লী অগণিত খ্রীষ্ট ভক্তগণ কীর্তন সহযোগে এই শোভাযাত্রা এগিয়ে চলে গির্জা প্রাঙ্গণের দিকে

গির্জা প্রাঙ্গনে এসে পবিত্র উপাসনা আরম্ভ হয়। প্রথমেই ধর্মপত্র পাঠ করা হয় তারপর মঙ্গল সমাচার পাঠ। প্রভু যীশুর যন্ত্রণাভোগ কাহিনী পালপুরোহিত ও যুবদলের পরিচালনায় পাঠ করে শোনানো হয়

ফাদার সাজু জর্জ এস.জে তাঁর উপদেশে বলেন প্রভু যীশুর জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ

এছাড়া তিনি আরবলেন তালপত্র রবিবারের মধ্যে দিয়েই আমরা পুণ্য সপ্তাহে প্রবেশ করলাম। তাই আমাদের এই সপ্তাহে আরো বেশি স্বার্থত্যাগ করা উচিত

এই দিন গির্জা প্রাঙ্গনে অগণিত খ্রীষ্টভক্ত খেজুর পাতা হাতে নিয়ে সেই একই আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে যেভাবে প্রভু যীশুর আগমনে জেরুসালেম নগরে আনন্দধারা বয়ে এসেছিল -তন্ময় মন্ডল