বারুইপুর ধর্মপ্রদেশের সাধু যোসেফের কাথলিক গির্জায় হস্তার্পন সংস্কার উদযাপন

গত ২৮ এপ্রিল ২০২৪  সজনেবেরিয়ার সাধু যোসেফের কাথলিক গির্জায় হস্তার্পন সংস্কার অনুষ্ঠিত হল।ঐ দিন ধর্মপল্লীর ৭০ জন ছেলে-মেয়ে পবিত্র হস্তার্পন সংস্কার গ্রহন করে।

প্রবেশিকা নৃত্য সহযোগে মহা খ্রীষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত ভাবে পবিত্র খ্রীষ্টযাগ উদযাপন করেন মাননীয় বিশপ শ্যামল বোস,পাল পুরোহিত ফঃ উজ্জ্বল মণ্ডল,সহকারী পুরোহিত ফঃ মন্টু কাঁজি ফঃ তুষার অগষ্টিন গোমেস।খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন বিশপ শ্যামল বোস।

উপদেশে বিশপ মহোদয় খুব সুন্দর করে ছেলে-মেয়েদের হস্তার্পন সংস্কারের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করেন।পবিত্র আত্মার শক্তিতে তাদের বিশ্বাসের ভিত কে আরো সুদৃঢ় করার আহ্বান জানান।

এরপর তিনি একে একে প্রতিটি হস্তার্পন গ্রহনকারী ভক্তের কপালে পবিত্র তেল দিয়ে ক্রুশচিহ্ন এঁকে দেন।অত্যন্ত ভক্তি সহকারে ছেলে-মেয়েরা সংস্কার গ্রহন করে।

খ্রীষ্টযাগের শেষে প্রত্যেক ছেলে- মেয়ের হাতে হস্তার্পন সংশাপত্র,পবিত্র ছবি,মেডেল ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।প্রত্যেকের মধ্যে আনন্দের আভাষ ফুটে ওঠে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags