কলকাতার সাধ্বী তেরেসা ধর্মপল্লীতে আয়োজিত হল রক্তদান শিবির

গত ২৪শে মার্চ, ০২৪ খ্রিষ্টাব্দ, কলকাতার সাধ্বী তেরেসা ধর্মপল্লীর অন্তর্গত ক্যাথলিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) ইউনিট ধর্মপল্লীবাসীদের সেবা কাজে উৎসাহ দানের জন্য একটি  রক্তদান শিবিরের আয়োজন করে।

এই শুভ দিনে, ধর্মপল্লীবাসীরা শুধুমাত্র জেরুজালেমে যীশু খ্রীষ্টের আগমনের মুহূর্তকে স্মরণ করলেন তা নয় তারা অমূল্য রক্তদানের মাধ্যমে নিঃস্বার্থতা এবং সহানুভূতির চেতনাকে মূর্ত করে তোলে।

তালপত্র রবিবারে াধ্বী তেরেসা ধর্মপল্লীর এই উদ্যোগ সকলের কাছেই অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবকগণ, সংগঠক এবং দাতারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে দিনটি সার্থক করে তোলে  

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জর্জ অ্যান্টনি বলেনমুমূর্ষু মানুষের রক্তের প্রয়োজন রয়েছে, তাদের প্রাণ বাঁচাতে এই পবিত্র তালপত্র রবিবার একটি যথার্থ দিন।“ 

তিনি তাঁর ধর্মোপদেশে আরও বলেন যে, "গলগাঁথা নামক একটি পাহাড়ে ঈশ্বরের পুত্র যীশুখ্রীষ্ট আমাদের জন্য দুঃখভোগ করেছিলেন এবং মানবতার মুক্তি সাধনে তাঁর অমূল্য রক্ত দান করেছিলেন তাহলে যাদের রক্তের প্রয়োজন রয়েছে, তাদের জন্য আমরা কেনই বা রক্তদান করবো না?

সিএবি ইউনিটের সদস্য,  যুবা দল ও বেদী সেবকেরা   এই রক্তদান শিবি যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার দিকে যত্নশীল দৃষ্টি রাখেন। নিরাপদে এবং স্বাস্থ্যকরভাবে দাতাদের সাহায্য করার জন্য পেশাদার মেডিকেল ডাক্তারদের বাইরে থেকে আনা হয়

ধর্মপল্লী তিনজন পুরোহিত, চারজন ব্রাদার, ৪০ জন ধর্মপল্লীবাসী এবং অন্যান্যরাও এই রক্তদানে অংশগ্রহণ  করেন এছাড়া সিএবি প্রেসিডেন্ট শ্রীমতি অ্যাঞ্জেলিনা মানতোষও রক্তদানে এগিয়ে আসেন।

প্রত্যেকটি রক্তবিন্দু যেন সেই সমস্ত মুমূর্ষ মানুষের আশার আলোর প্রতীক।এই রক্তদানের মধ্যে দিয়ে তালপত্র রবিবারের চেতনাকে মূর্ত করে তুলেছিল নিঃস্বার্থ ত্যাগ, সেবা এবং সংহতিপূর্ণ একটি দিন রূপে

এই রক্তদান শুধুমাত্র একটি দাতব্য কাজ নয় বরং প্রভু যীশুখ্রীষ্ট আমাদের প্রতি যে ভালোবাসা ও ত্যাগ দেখিয়েছিলেন তার এক বাস্তব অভিব্যক্তি ছিল-ডোমেনিক গমেজ