আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের তপস্যাকালীন নির্জনধ্যান

নিত্য সাহায্যকরিনি মা মারিয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের তপস্যাকালীন নির্জনধ্যান।

গত ১৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, আন্ধারকোঠা নিত্য সাহায্যকরিনি মা মারিয়ার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল যুবক যুবতীদের নিয়ে তপস্যাকালীন নির্জনধ্যান।

এই নির্জনধ্যানের শুরুতেই ছিল প্রার্থনা অনুষ্ঠান। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় ৩২ জন যুবক যুবতী অংশগ্রহণ করেন।

অর্ধদিন ব্যাপি এই তপস্যাকালীন নির্জনধ্যানে প্রার্থনা বিষয়ে সহভাগিতা করেন সেন্ট জেরোজা কনভেন্টের সুপিরিয়র সিস্টার তেরেজা মার্ডি, এসসি।

এরপর পাপস্বীকার সংস্কার সম্পর্কে বিস্তারিত সহভাগীতা করেন ফাদার হেনরি পালমা। খ্রিস্টযাগের উপদেশে ফাদার হেনরি বলেন, “আমরা অনেক সময় কাউকে যাচাই না করে মন্তব্য করি, কিন্তু পরে আমরা নিজেরাই অনুশোচনা করি। এমনটা যেনো না হয় সেজন্য আমাদের আগে থেকেই কাউকে কোনো মন্তব্য করার আগে তার বিষয়ে জানতে হবে।” - বেনেডিক্ট তুষার বিশ্বাস।