সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কারিতাসের মতবিনিময় সভা

প্রধান অতিথির বক্তব্যরত মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন, পত্নীতলা, নওগাঁ

 

গত ২৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কারিতাসের আয়োজনে পত্নীতলা উপজেলা পরিষদ হল রুমে, ‘‘নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব মোছা: পপি খাতুন, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পত্নীতলা উপজেলা, নওগাঁ এবং সভাপতিত্ব করেন ডেভিড হেম্ব্রম, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন  সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কারিতাস কর্মী-কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি মহোদয় বলেন যে, থেরাপি, কাউন্সিলিং ও পূর্নমিলন প্রকল্পটি কারিতাস রাজশাহী অঞ্চলের প্রত্যন্ত গ্রামের দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে কাজ বাস্তবায়ন করে থাকে। উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহন কামনা করে মতবিনিময় সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতেই কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতায় কারিতাস সংস্থার পরিচিতি এবং টিসিআরপি প্রকল্পের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরেন অসীম এন. ক্রুশ, ইন-চার্জ- ডিএম, কারিতাস রাজশাহী অঞ্চল।

মুক্ত আলোচনায় ফুড ফর হাঙ্গার সংস্থার সমন্বয়কারী মো: আসির উদ্দীন বলেন যে, উপকারভোগীদের নিবার্চন এবং প্রকল্পের নির্ধারিত ফরমেট প্রদান করা হলে আমাদের সংস্থার কর্মী ও কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতা দিবেন।

জনাব মো: আবু সায়েদ, পত্নীতলা উপজেলা মৎস অফিসার বলেন, “আমরা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের শারিরীক উন্নয়নের জন্য কাজ করি। তবে আমাদের প্রত্যেকের উচিৎ চিত্ত বিনোদন এবং খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।”

জনাব মো: মনিরুজামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, পত্নীতলা, জেলা নওগাঁ, তিনি বলেন যে, “দুধ হলো আদর্শ খাদ্য। পুষ্টিকর খাদ্যের অভাবে গ্রাম অঞ্চলে বেশির ভাগ শিশু শারিরীক প্রতিবন্ধী দেখা যায় এবং পরিবেশগত কারণে শহর অঞ্চলের বেশির শিশু মানসিক প্রতিবন্ধী পরিলক্ষিত হয়।”

জনাব মো: শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার বলেন, “এই অনুষ্ঠানে উপকারভোাগী প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত থাকলে বাস্তব ধর্মী অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। কারণ তাদের মনের ব্যথা এবং সফলতার দৃষ্টান্ত পাওয়া যায়।”

তিনি আরো বলেন, “যদি কেউ প্রতিবন্ধী ভাতা থেকে বাদ থেকে থাকে তাহলে অবশ্যই উপজেলা সমাজসেবা অফিসে এসে যোগাযোগ করার মাধ্যমেই তা বাস্তবায়ন করা সম্ভব।”

প্রধান অতিথি জনাব মোছা: পপি খাতুন, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার কারিতাসের কাজের প্রতি সন্তুষ্টি ব্যক্ত করে নিম্নোক্ত সুপারিশ রাখেন, উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রকল্পের কার্যক্রম বিষয়ে আলোচনা করা, প্রকল্পের কার্যক্রমের প্রচার প্রচারণা বৃদ্ধি করা, চলতি অর্থবছরের টিসিআরপি প্রকল্পের কার্যক্রম বিষয়ে পরিকল্পনা সহভাগিতা করা, যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা রাখা, সংশ্লিষ্ট উপজেলার এনজিওগুলোর সাথে সমন্বয় রেখে কাজ বাস্তবায়ন করা।

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। - অসীম এন. ক্রুশ