সার্বজনীনতা, ভ্রাতৃত্ব খ্রীষ্টমণ্ডলীর 'অগ্রগতির পথ'

পেনাংয়ের কার্ডিনাল সেবাস্তিয়ান ফ্রান্সিস বলেছেন, আধুনিক বিশ্বে এগিয়ে যাওয়ার জন্য খ্রীষ্টমণ্ডলীকে অনেক বেশী সার্বজনীন  হতে হবে ভ্রাতৃত্বকে প্রাধান্য দেবে।

তিনি বলেন, কেবল অলস লোকেরাই সমতা বা অভিন্নতাকে দোষের মনে করেন।

ডিজিটাল বিশ্বে আমাদের পরিধির বাইরে বেরিয়ে এসে বিশ্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত  হতে হবে। এই প্রসঙ্গে কার্ডিনাল পঞ্চাশত্তমী পর্বের দিনে যীশুর শিষ্যদের সাহসের সাথে ঘরের বাইরে বেরিয়ে আসার ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতির সাথে পরিচয়ের তুলনা দিয়ে বলেন

আজ খ্রীষ্টমণ্ডলীকে নির্ভয়ে বিশ্বের অন্যান্য সংস্কৃতির সামনা করতে হবেতবেই মণ্ডলীর অগ্রগতি সম্ভব।

কার্ডিনাল ১৫ মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্যাথলিক যোগাযোগকারীদের জন্য একটি ওয়েবিনারে কথা বলছিলেন, যেখানে তিনি জোরের সাথে বলেন কীভাবে সংস্কৃতি ক্যাথলিক মণ্ডলীর একটি গুরুত্বপূর্ণ উপাদান, একটি মিশন হয়ে উঠেছে। 

এশিয়ার খ্রীষ্টমণ্ডলী রক্ষণশীল, একচেটিয়া হওয়ায় আমাদের ধ্বংস করতে চলেছে।

 আজকের উচ্চ প্রযুক্তির যুগে মঙ্গলসমাচার ঘোষণা করা বা কাহিনী বলার সময়  তাদের অনেক বেশী দক্ষতা অর্জন করতে  হবেএবং  তরুণ দের এই কাজে নিয়োগ করতে হবে। সমস্ত এশীয় বিশ্বস্তদের কাছে তিনি এই আহ্বান জানান। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপদগুলি সম্বন্ধে সকলকে সতর্ক করেন। অনুলিখন – চন্দনা রোজারিও

Tags