সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় তেজে প্রার্থনার অনুকরণে করা হল ক্রুশের আরাধনা

গত ২২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ, রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় পালকীয় পরিষদের উদ্যোগে তপস্যা কালের ষষ্ঠ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হল তেজে প্রার্থনা অনুকরণে পবিত্র ক্রুশের আরাধনা

খ্রিষ্টীয় ক্যাথলিক মন্ডলীতে তপস্যাকালের ছয়টি শুক্রবার সাধারণত ক্রুশের পথ পালন করা হয়ে থাকে এবং পুণ্য শুক্রবারে অর্থাৎ মহা শুক্রবারে পালন করা হয় প্রভু যীশুর যন্ত্রণাভোগের স্মরণানুষ্ঠান।

পুণ্য সপ্তাহের প্রস্তুতি স্বরূপ নিজেদের প্রস্তুত করার জন্য রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক গীর্জায় তপস্যাকালের ষষ্ঠ শুক্রবারে পালন করা হল তেজে প্রার্থনা অনুকরণে ক্রুশের আরাধনা। পবিত্র ক্রশ সামনে রেখে ধ্যান প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল এক অন্য রকম ক্রশের পথ।

উক্ত এই ধ্যান প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার যোসেফ টোপ্প এস.জে,  সিস্টার অমলা ডি.এস., সিস্টার অর্পিতা ডি.এস., সিস্টার বিনীতা ডি.এস., অন্যান্য সিস্টারগণ এবং সাধারণ খ্রীষ্টভক্ত।

ক্রুশের পথ শেষে পবিত্র ক্রুশ থেকে প্রভু যীশুকে বেদী তলে রাখা হয়। এরপর প্রথমে পাল পুরোহিত মহাশয় পরে সিস্টারগণ এবং সকল খ্রীষ্টভক্ত একে একে তাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী অনুপ গায়েন মহাশয় ও রাঘবপুর ধর্মপল্লীর যুবদল।-তন্ময় মন্ডল