মর্নিং স্টার আঞ্চলিক সেমিনারিতে ‘ইকোলজিক্যাল ক্রুশের পথ’ উদযাপন

গত ১৫ই মার্চ ২০২৪, মর্নিং স্টার আঞ্চলিক সেমিনারির প্রথম বর্ষের থিওলজি ছাত্ররা পরিবেশগত বিভিন্ন উদ্বেগের প্রতিফলন করে ক্রুশের পথের আয়োজন করে।
বিশেষ এই ক্রুশের পথে  ক্ল্যারেটিয়ান ফাদার, ব্রাদার, এসডিপি সিস্টারগণ   ডিএসএ সিস্টারগণ এবং মর্নিং স্টার আঞ্চলিক সেমিনারির সকল  সদস্য এবং ছাত্ররা অংশগ্রহণ করেন। 
বিকেল সাড়ে পাঁচটা সময় সাধু ক্ল্যারেট স্কুলের খেলার মাঠ থেকে প্রার্থনা সহযোগে এই ক্রুশের পথ শুরু হয়। ক্রুশের পথে যেভাবে যীশুর যাতনাভোগের মুহূর্তকে ১৪টি অংশে ভাগ করে দেখানো হয় ঠিক একই ভাবে সেই মুহূর্তগুলিকে সামঞ্জস্য রেখে পরিবেশের বিভিন্ন সমস্যাগুলিকে তুলে ধরা হয় এই বিশেষ ক্রুশের পথে। 

আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের একমাত্র পুত্রকে যেভাবে আমাদের পাপের কারণে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম ঠিক একইভাবে আমরা ঈশ্বরের সৃষ্ট পরিবেশকও আজ বিপর্যস্ত করে তুলেছি। এই ক্রুশের পথের মাধ্যমে সবাইকে আরেকবার তা অবগত করানো হল যে, ঈশ্বরের সৃষ্ট কোন জিনিস যখন কষ্টের মধ্যে থাকে তখন সৃষ্টিকর্তাও তা দেখে কষ্ট পান। 

আসলে, আমাদের পরিবেশগত পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, সবুজায়ন, স্বাস্থ্যবিধি বজায় রাখতে ব্যর্থতা হল স্বয়ং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও কর্তব্যের ব্যর্থতা। 

মর্নিং স্টার আঞ্চলিক সেমিনারির পরিচালক ফাদার  হেনরি জোস এমএসএফএস, ক্রুশের পথ এবং ইকোলজির মধ্যে যে সম্পর্ক রয়েছে তা পুনর্ব্যক্ত করেন। তিনি মানুষ, প্রকৃতি এবং ঈশ্বরের মধ্যে অনস্বীকার্য এবং অবিচ্ছেদ্য আন্তঃসম্পর্কের উপর জোর দেন। 

এরপর তিনি সৃজনশীল মনোভাব নিয়ে এই ইকোলজিক্যাল ক্রুশের পথের উদ্যোগ করার জন্য মর্নিংস্টার প্রথম বর্ষের ছাত্রদের প্রশংসা করেন!

সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য তিনি রেক্টর-ইন-চার্জ এবং লিটারজি মডারেটর ফাদার সেবাস্তিয়ান রড্রিকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

সবশেষে ফাদার সেবাস্তিয়ানের আশীর্বাদের মধ্যে দিয়ে এই ক্রুশের পথ সমাপ্ত হয়। - ব্রাদার রোনাল্ড তামাং