সংলাপ এবং অভিবাসী কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল সর্ব ধর্ম সমন্বয়ে কবি সম্মেলন

গত ২৮ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ, রবিবার বৈকাল ৪:৩০ মিনিটে কলকাতার ৩৩, শেক্সপিয়ার সরণীতে অনুষ্ঠিত হল সর্ব ধর্ম সমন্বয়ে কবি সম্মেলন।

ফাদার ফ্রান্সিস সুনীল রোজারিও(আঞ্চলিক সচিব - সংলাপ এবং অভিবাসী কমিশন) এবং ছাপতে ছাপতে ও তাজা টিভির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে মানুষে-মানুষে একাকার হয়ে তাদের কবি সত্ত্বার উন্মেষ ঘটানো

এই কবি সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ইরফান শের এছাড়াও ছিলেন তাজা টিভির এডিটর শ্রী বিশ্বম্ভর নেওয়ার। সরস্বতী বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অবিনাশ গায়েন তাঁর নিজের লেখা গান পরিবেশন করেন এবং সেই সাথে বিশেষ অতিথিদের সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে একে একে কবিতা পাঠ করে শোনান।

এই কবি সম্মেলনে হিন্দি, বাংলা এবং উর্দু এই তিনটি ভাষায় কবিতা পাঠ করে শোনানো হয় বিভিন্ন গুণীজনেরা তাদের কবিতা পাঠ করে শোনান।

হিন্দি কবিতা পাঠ করেন মৃদুলা কোঠারি, পুষ্পা মিশ্রা, সুষমা রায়, নির্মালা টোডি, সুরেশ চৌধুরী প্রমুখও ব্যক্তিরা। বাংলা কবিতা পাঠ করেন ডঃ মধুমিতা আচার্য, ডঃ সাধনা করালী, অবিনাশ গায়েন, সুজাতা রায় প্রমুখ ব্যক্তিত্ব।

উর্দু কবিতা পাঠ করেন রইস আনাম হায়দরি, আশরাল ইয়াকুবী মুস্তাখ, আফজাল ইমতিয়াজ এবং কবর পারভেজ রেজা প্রমুখ

এই কবি সম্মেলন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলে যেন এক সুর হয়ে উঠেছিল এই অনুষ্ঠানে। একাধারে যেমন অন্য ভাষাকে জানার এক বৃহৎ ক্ষেত্র তৈরি করা অন্যদিকে, অন্য ভাষাভাষী মানুষের সঙ্গে একাত্ম হয়ে ওঠাই ছিল এই কবি সম্মেললেন মূল উদ্দেশ্য - তন্ময় মন্ডল