কলকাতা স্যালেসিয়ান প্রাদেশিক আন্তর্জাতিক যুব উৎসব

কলকাতা প্রাদেশিক স্যালেসিয়ান  সমাজ তিনদিনের আন্তর্জাতিক যুব উৎসবের আয়োজন করে।২৬ -২৮ শে জানুয়ারি২০২৪ ,সিলিগুড়ি  ডন বস্কো স্কুলে  এই যুব সম্মেলন আয়োজিত হয়।

প্রতিপাদ্য বিষয় ছিল 'স্বপ্ন দেখ যা তোমায় স্বপ্নকে সাকার  করে 'বাংলা, সিকিম , বিহার ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ,নেপাল থেকে প্রায় ৭০০- অধিক যুবক যুবতী এই উৎসবে যোগ দিয়েছিল।

যুব উৎসবে নানাবিধ বিষয়ের উপর অধিবেশন  চলে। তার মধ্যে  উল্লেখযোগ্য হল প্রতিপাদ্য বিষয়ের উপর  আলোচনা, নেশা মুক্তি ,যুবসমাজ পরিবেশ, প্রার্থনার প্রয়োজনীয়তা ঊপলব্ধি,ডন বস্কো কুইজ, পবিত্র সংস্কার,খ্রীষ্টযাগ উদযাপনের অর্থ,খ্রীষ্টপ্রসাদ পাপস্বীকার সংস্কার সম্বন্ধে আলোচনা নানা অ্যাকশন প্লান গঠনের রূপচিত্র অঙ্কন।

যুব উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন ভাষায় সংস্কৃতিক অনুষ্ঠান।

যুব উৎসব উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন রাচির নির্বাচিত মাননীয় আর্চবিশপ ভিনসেন্ট আইন্ড। যিনি খ্রীষ্টযাগ পৌরহিত্য করেন।

অন্যান্য অতিথি   বক্তারা হলেন কলকাতা স্যালেসিয়ান প্রভিন্সিয়াল ফঃ যোসেফ পাউরিয়াও উপ প্রধান ফঃ সুনীল কারকেট্টা, ডন বস্কো ইয়ুথ অ্যানিমেশন  পরিচালক ফঃ প্যাট্রিক লেপচা, সামরিক বিভাগের কর্মকর্তা মেজর গীতিন জর্জ। যারা নির্ধারিত অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন।মেজর জর্জ যুবা দের জন্য অনুপ্রেরণা মূলক বার্তা দেন। প্রতিবেদন – চন্দনা রোজারিও।