পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো বেদীসেবক সেবাদায়িত্ব ও শুভ্র পোশাক প্রতিষ্ঠা অনুষ্ঠান

গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বাংলাদেশের যাজকীয় গঠন লাভের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে অনুষ্ঠিত হলো বেদীসেবক সেবাদায়িত্ব প্রতিষ্ঠা ও শুভ্র পোশাক লাভ অনুষ্ঠান।

যাজকীয় অভিষেক লাভের দ্বিতীয় পর্যায় ‘শুভ্র পোশাক ও বেদীসেবক সেবাদায়িত্ব’ লাভের এই পবিত্র অনুষ্ঠানের মূলসুর ছিল, “আনন্দ চিত্তে বিনম্র সেবায় আমাদের যাত্রা”।

ঐশতত্ত্ব অধ্যয়নরত প্রথম বর্ষের ৭ জন সেমিনারীয়ান ভাই এই শুভ্র পোশাক ও বেদীসেবক পদ লাভ করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, সেমিনারীর পরিচালকমণ্ডলী, শিক্ষকবৃন্দ, ফাদারগণ, সিস্টারগণ, বেদীসেবক ও শুভ্র পোশাক লাভকারীদের ভাইদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ভাই-বোন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষী সহ আরো অনেকেই।

এই অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী বিশপ সেবাস্টিয়ান টুডু বেদীসেবক ও শুভ্র পোশাক সেবাদায়িত্বের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এই সেবাদায়িত্ব লাভকারী ভাইদের উদ্দেশ্যে বলেন, “বেদীসেবক একটি পবিত্র সেবাদায়িত্ব। এই পবিত্র  দায়িত্ব পালন করার মাধ্যমে তারা পুণ্যবেদীর সেবায় অংশগ্রহণের পবিত্র সুযোগ লাভ করছে। আর এই সেবা করার মাধ্যমে তারা যিশুর খুব কাছাকাছি থাকতে পারবে এবং যিশুকে আরও নিবিড়ভাবে উপলব্ধি করার সুন্দর একটি সুযোগ পেতে যাচ্ছে। তবে এই পুণ্য কাজে অংশ গ্রহণের জন্য তাদের প্রয়োজন সদিচ্ছা ও পবিত্র আকাঙক্ষা যেমনটি মা মারীয়ার ছিল।

বিশপ আরো বলেন, “এই সেবাদায়িত্ব ঈশ্বরের একটি অনুগ্রহ ও কৃপা যা আমাদের হৃদয়-মন অন্তরে আনন্দ এনে দেয়। তাই তাদের উচিত এই সেবাদায়িত্ব পালনের মাধ্যমে অন্যদের কাছে মা মারীয়ার মতো আনন্দ বয়ে নিয়ে যাওয়া। শুভ্র পোশাকের মতো তাদেরও উচিত নিজেদের অন্তরকে শুচি-শুভ্র করে তোলা।”

খ্রিস্টযাগের পরে সেমিনারীর পরিচালক ফাদার পল গমেজ, উপস্থিত ফাদার, ব্রাদার, সিস্টার এবং বেদীসেবক ও শুভ্রপোশাক লাভকারী  ভাইদের পিতামাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানকে আরও আনন্দময় ও উপভোগ্য করে তোলার জন্য খ্রিস্টযাগের পর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বেদীসেবক ও শুভ্র পোশাক লাভকারী ভাইদের অভিনন্দন জানান হয়।

উল্লেখ্য যে, এই পবিত্র অনুষ্ঠানের প্রস্তুতিস্বরূপ আগের দিন পবিত্র আরধনা ও মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হয়। - অমিত জন কস্তা