কিংবদন্তী  চলচ্চিত্রকার  – সত্যজিৎ রায়

মহৎ জীবন

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

সত্যজিৎ রায় ১৯২১ খ্রিষ্টাব্দের ২ মে,উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। সত্যজিৎ রায় এক বাঙালি কিংবদন্তী, যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকারের খ্যাতি অর্জন করেছিলেন বিশ্বদরবারে। কর্মজীবনে একইসাথে চিত্রনাট্য রচনা, সঙ্গীত স্বরলিপি রচনা, সম্পাদনা, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ, লেখক ও চলচ্চিত্র সমালোচক হিসেবে ভূমিকা রেখেছেন অসম্ভব গুণী এই মানুষটি। ১৯৯২ সালে তাঁর মৃত্যুর কিছুদিন আগেই তাঁর সারা জীবন সিনেমার প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ ‘একাডেমি সম্মানসূচক পুরষ্কার' অস্কার প্রাপ্ত হন যা তাঁর জীবনের অন্যতম সেরা অর্জন

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা জানবো ভারতের কিংবদন্তী  চলচ্চিত্রকার  – সত্যজিৎ রায়ের জীবনের কথা। আসুন তাহলে আমরা তা জানি।

আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে

Tags