ইনস্ট্যান্ট নুডলস খাওয়া কি ভালো না খারাপ? - চেতনার আসর

কালের বিবর্তনে বাঙালির রোজ দিন কার খাদ্য খাবারের মধ্যে খুব ধীরে ধীরে ঢুকে পড়েছে নানা দেশের, নানা অঞ্চলের, নানা সম্প্রদায়ের খাদ্য খাবার। বাঙালির টিফিন বা জলখাবারে বর্তমানে ভীষণভাবেই জনপ্রিয় চাউ চাউ বা নুডলস। এই নুডলস আরও বেশি জনপ্রিয় এবং পছন্দের হয়ে গেছে তার তাৎক্ষণিকতার জন্য অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ‘ইনস্ট্যান্ট নুডলস’। খেতে সুস্বাদু তাই অবলীলায় শিশু থেকে বড়রা আমরা খেয়ে থাকি। কিন্তু সত্যি এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়া কি আমাদের শরীরের জন্য ভালো না খারাপ? আসুন, এই চেতনার আসরে আজ সেই প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও নিজস্ব অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই প্রসঙ্গে ধারণা লাভ করতে পারেন।

Tags