পোপ ২১ জন নতুন কার্ডিনালের নাম মনোনয়ন করেছেন, যার মধ্যে দুজন এশিয়া থেকে রয়েছেন

গত ৯ই জুলাই পোপ ফ্রান্সিস ২১ জন নতুন কার্ডিনাল নির্বাচনের ঘোষণা করেনযাদের মধ্যে দুজন এশিয়া থেকে রয়েছেন

আগামী ৩০শে সেপ্টেম্বর, ভ্যাটিকান সারা বিশ্ব থেকে নতুন কার্ডিনাল তৈরির জন্য কনসিসটরির আয়োজন করতে চলেছে।

দুই নতুন নির্বাচিত এশীয় কার্ডিনালগণ হলেন মালয়েশিয়ার পেনাংয়ের বিশপ সেবাস্তিয়ান ফ্রান্সিস এবং হংকংয়ের বিশপ স্টিফেন চাউ সাউ-ইয়ান এসজে।

উল্লেখ্য বিশপ ফ্রান্সিস ১১ই নভেম্বর, ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২৮শে জুলাই, ১৯৭৭-এ মালয়েশিয়ার মেলাকা-জোহর ডায়োসিসের পুরোহিত নিযুক্ত হন। ৭ই জুলাই,  ২০১২- তে পেনাং-এর বিশপ নিযুক্ত হন এবং ২০শে আগস্ট, ২০১২- তে বিশপ পদে তিনি অভিষিক্ত হন।

বিগত ৪৫ বছরেরও বেশি সময় ধরে তিনি একজন পুরোহিত এবং ১০ বছরেরও বেশি সময় ধরে বিশপ পদে আসীন ছিলেন।

বর্তমানে, তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনেই (CBCMSB) এর ক্যাথলিক বিশপস সম্মেলনের সভাপতি। সেই সাথে তিনি এশিয়ান বিশপস কনফারেন্সের (FABC) অফিস অফ সোশ্যাল কমিউনিকেশন-ফেডারেশনের চেয়ারম্যানও।

অন্যদিকে বিশপ চৌ সাউ-ইয়ান ১৯৫৯ সালে হংকং-এ জন্মগ্রহণ করেন। যীশু সংঘে যোগদান করার পর আয়ারল্যান্ডে তিনি প্রশিক্ষণ নেন এবং ১৬ই জুলাই, ১৯৯৪ খ্রিস্টাব্দে হংকং-এ যাজক পদে অভিষিক্ত হন।

গত ১৭ই মে, ২০২১ সালে পোপ ফ্রান্সিস তাকে হংকং-এর বিশপ পদে নিযুক্ত করেন এবং তাঁর এপিস্কোপাল অর্ডিনেশন হয় ৪ঠা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দে।

১৯৮২ খ্রিস্টাব্দে মিনেসোটা ইউনিভার্সিটি, ডুলুথ থেকে তিনি মনোবিজ্ঞান এবং দর্শনে ব্যাচেলর অফ আর্টস (ডাবল মেজার্স) করেন; একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি শিক্ষা-মনস্তত্ত্ব মাস্টার অফ আর্টস করেন এবং ১৯৮৮ খ্রিস্টাব্দে মিলটাউন ইনস্টিটিউট অফ থিওলজি অ্যান্ড ফিলোসফি, ডাবলিন থেকে দর্শনশাস্ত্রে লাইসেন্স (Lic. Phil.) লাভ করেন।

১৯৯৩ খ্রিস্টাব্দে তিনি হংকংয়ের হলি স্পিরিট সেমিনারি কলেজ থেকে ব্যাচেলর অফ সেক্রেড থিওলজি (STB) এবং ২০০৬ খ্রিস্টাব্দে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ এডুকেশন (এড. ডি.) করেন।

২০০৭ - ২০১৪ সাল পর্যন্ত তিনি হংকং বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক সহকারী অধ্যাপক, শিক্ষা অনুষদ ছিলেন; ২০০৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি স্কুল সুপারভাইজার এবং ওয়াহ ইয়ান কলেজ, হংকং এবং ওয়াহ ইয়ান কলেজ, কাউলুন,  ২০০৭-২০২১ -এর স্কুল/ইনকর্পোরেটেড ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১২ সাল থেকে হোলি স্পিরিট সেমিনারি কলেজ অফ থিওলজি অ্যান্ড ফিলোসফি, হংকং-এর অতিথি অধ্যাপকও ছিলেন।

বিশপ হিসেবে তার নিয়োগের আগে, তিনি ২০১৮ - ২০২১ সাল পর্যন্ত যীশু সংঘ, চাইনিজ প্রদেশের প্রভেনশিয়াল ছিলেন।

হংকংয়ের দ্বিতীয় কার্ডিনাল হবেন চৌ সাউ-ইয়ান।

জোসেফ জেন জে-কিউন এসডিবি, যিনি হংকংয়ের ষষ্ঠ বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সাথে তিনি হলেন হংকং থেকে প্রথম কার্ডিনাল। 

ভবিষ্যতের কার্ডিনালদের সম্পূর্ণ তালিকা:

আর্চবিশপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, ওএসএ, বিশপদের জন্য ডিকাস্ট্রির প্রিফেক্ট

আর্চবিশপ ক্লাউডিও গুগেরোটি, পূর্ব-দেশীয় গির্জার জন্য ডিকাস্ট্রির প্রিফেক্ট

আর্চবিশপ ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ, বিশ্বাসের মতবাদের জন্য ডিকাস্ট্রির প্রিফেক্ট

আর্চবিশপ এমিল পল TCHERRIG, অ্যাপোস্টলিক নুনজিও

আর্চবিশপ ক্রিস্টোফ লুই ইভেস জর্জেস পিয়ের, অ্যাপোস্টলিক নুনজিও

আর্চবিশপ পিয়েরবাটিস্তা পিজাবাল্লা, জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক

আর্চবিশপ স্টিফেন ব্রিসলিন, কেপটাউনের আর্চবিশপ (কাপস্টাড)

আর্চবিশপ অ্যাঞ্জেল সিক্সটো রসি, এসজে, কর্ডোবার আর্চবিশপ

আর্চবিশপ লুইস জোসে রুয়েদা অ্যাপারিসিও, বোগোটার আর্চবিশপ

আর্চবিশপ গ্রজেগর্জ আরওয়াইএস, লর্ডস এর আর্চবিশপ

আর্চবিশপ স্টিফেন আমেউ মার্টিন মুল্লা, জুবার আর্চবিশপ

আর্চবিশপ জোসে কোবো ক্যানো, মাদ্রিদের আর্চবিশপ

আর্চবিশপ প্রোটেস রুগাম্বওয়া, তাবোরার কোডজুটর আর্চবিশপ

বিশপ সেবাস্তিয়ান ফ্রান্সিস, পেনাংয়ের বিশপ

বিশপ স্টিফেন চাউ সাউ-ইয়ান, এসজে, হংকংয়ের বিশপ

বিশপ ফ্রাঁসোয়া-জেভিয়ার বুস্টিলো, আজাসিওর বিশপ

বিশপ অ্যামেরিকো ম্যানুয়েল আলভেস অ্যাগুয়ার, লিসবনের অক্সিলিয়ারি বিশপ

রেভারেন্ড অ্যাঞ্জেল ফার্নান্দেজ আরটাইম, এসডিবি, সেলসিয়ানদের রেক্টর মেজর

আর্চবিশপ দিয়েগো রাফায়েল প্যাড্রোন সানচেজ, কুমানার আর্চবিশপ এমেরিটাস

মূল রচনা- রেডিও ভেরিতাস এশিয়া

অনুবাদ - তেরেসা রোজারিও